অস্কারের মনোনয়ন তালিকাতেই জায়গা পাননি গাগা
মার্কিন পপ সুপারস্টার ও জনপ্রিয় অভিনেত্রী লেডি গাগা। ‘হাউস অব গুচ্চি’ ছবিতে পাতরিৎজিয়া রেজ্জানি চরিত্রে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী (ড্রামা) হয়েছেন লেডি গাগা। কিন্তু এবারের অস্কারের মনোনয়ন তালিকাতেই জায়গা পাননি গাগা। তবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার তালিকায় আছে লেডি গাগার নাম। ৯৪তম অস্কার মঞ্চে লেডি গাগার পাশাপাশি পুরস্কার বিতরণের […]