লোহাগড়ার পল্লীতে কাজের টাকা চাওয়ায় গৃহকর্মী কে মারপিট
মোঃআজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে রাহাতুন বেগম নামে এক গৃহবধূ কে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়,গৃহবধূ রাহাতুন বেগম ইতনা গ্রামের কনক সরদারের এর বাসা বাড়িতে কাজ করেন। কাজের বেতনের ১৩ মাস টাকা না দেওয়ায় কনক সরদারের স্ত্রী পান্না বেগমের এর নিকট রাহাতুন […]