ল্যানসেটের শীর্ষ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের সেজুঁতি
বিশ্বের শীর্ষ বিজ্ঞান ও পিআর রিভিউ সাময়িকী ল্যানসেটের তালিকায় বাংলাদেশের অণুজীববিজ্ঞানী সেজুঁতি সাহা। এ সাময়িকীতে সেজুঁতিকে নিয়ে একটি প্রোফাইল লেখা হয়েছে। বিজ্ঞানীদের তালিকায় সেজুঁতির নাম-পরিচয় ও পেশাগত কাজের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাজ্যের ইংল্যান্ড ভিত্তিক বিজ্ঞান সাময়িকী ল্যানসেট প্রকাশিত হচ্ছে ১৮২৩ সাল থেকে। বিশ্বের সবচেয়ে পুরনো এই সাময়িকী একই সঙ্গে সুপ্রসিদ্ধ এবং বিজ্ঞানীদের কাছে […]