ক্রিকেট আইনের নতুন নিয়মে শচীনের সমর্থন
মানকাডিং আউট নিয়ে কম হইচই হয়নি। বল ছোড়ার সময় নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান যদি ক্রিজ ছেড়ে বেরিয়ে যান এবং বল করা বাদ দিয়ে বোলার যদি স্টাম্প ভেঙে দেন, সেটাই এতদিন ধরে বলা হতো মানকাডিং আউট। এ ধরনের আউটকে অনেকে ক্রিকেটীয় চেতনাবিরোধী বললেও এবার থেকে একে সাধারণ রান আউট ধরা হবে। এছাড়া ক্যাচের সময় নন স্ট্রাইকে […]