অ্যাপলের ওয়াচে থাকছে জ্বর শনাক্তকরণ ফিচার!
ব্যবহারকারীর শরীরে জ্বর আছে কি না, তা শনাক্ত করার সুবিধা থাকতে পারে অ্যাপলের আসন্ন ‘ওয়াচ সিরিজ ৮’-এ। ঘড়িটির আসন্ন ফিচারের কথা উঠে এসেছে মার্কিন প্রকাশনা ব্লুমবার্গের অ্যাপল বিশ্লেষক মার্ক গারম্যানের প্রতিবেদনে। তার ধারণা, জ্বরের সঠিক পরিমাপ না দিলেও শারীরিক তাপমাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করতে পারবে এই ফিচার, যা থার্মোমিটার দিয়ে জ্বর পরিমাপ অথবা ডাক্তার […]