ইউটিউবে শর্টস ভিডিওর সুবিধা এনেছে জনপ্রিয় টেক জায়ান্ট গুগল
সম্প্রতি ইউটিউবে শর্টস ভিডিওর সুবিধা এনেছে জনপ্রিয় টেক জায়ান্ট গুগল। ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ দিতে ‘এডিট ইনটু আ শর্ট’ টুল চালু করেছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, এর মাধ্যমে ইউটিউবে থাকা নিজেদের বড় ভিডিও থেকে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের শর্টস ভিডিও তৈরি করে বিনিময় করা যাবে। নতুন ভিডিও ক্লিপ, বার্তা ও ফিল্টার ব্যবহার করা […]