মণিরামপুর প্রেসক্লাবের নির্বাচন থেকে শুরু হবে স্বচ্ছতা: শহীদ ইকবাল
এস এম তাজাম্মুল,নিজস্ব প্রতিনিধি: স্বৈরাচারী শাষক শেখ হাসিনার পলায়নের মধ্যদিয়ে বাংলাদেশে গনতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে। ক্ষমতার বলে সাধারন মানুষের বাকস্বাধীনতা হরন করে ভোটারধিকার কেড়ে নিয়ে বাংলাদের নির্বাচনকে করেছিলো প্রশ্নবিদ্ধ। সেটা আর হতে দেওয়া হবেনা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি সরকারি দপ্তর,প্রতিটি কমিটির স্তরে স্তরে প্রহসনের বীজ বপন করেছিলো আ’লীগ।সেটার পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবেনা। গতকাল( […]