গ্রাম গঞ্জের শীত মৌসুম ধরে চলতে থাকে বড়ি উৎসব
দেবাশীষ চক্রবর্তী বাবু: শীতের শুরুতেই কলারোয়ার জয়নগরে কুমড়ার বড়ি তৈরির ধুম পড়েছে। সারা শীত মৌসুম জুড়ে চলতে থাকে বড়ি তৈরির উৎসব। গ্রামাঞ্চলের বেশিরভাগ বাড়িতে চালকুমড়া ও মাষকলাইয়ের ডাল দিয়ে বড়ি তৈরি করছেন গৃহবধূরা। আজ(০৬ ই জানুয়ারী) সকালে কলারোয়া উপজেলার জয়নগর দাস পাড়ার একটি বাড়ির ছাদে কয়েকজন গৃহবধূকে বড়ি বানাতে দেখা গেছে। তাদেরই একজন টূম্পা দাসের […]