ব্যাংক খাতে কমছে ঋণের সুদহার
ব্যাংক খাতে আমানতের গড় সুদহার সামান্য বেড়েছে। একই সময়ে কিছুটা কমছে ঋণের সুদহার। এতে ঋণ ও আমানতে সুদহারের গড় ব্যবধান বা স্প্রেড আরও কমেছে। গত ফেব্রুয়ারির শেষে গড় ব্যবধান নেমেছে ৩.০৮% এ। যা জানুয়ারিতে ৩.১২% এবং গত বছরের ডিসেম্বরে ৩.১৯% ছিল। ২০২০ সালের এপ্রিলে ঋণে সুদহারের সর্বোচ্চ সীমা ৯% নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর […]