নড়াইল অক্সিজেন গ্রুপ এর পক্ষ থেকে হুইল চেয়ার উপহার
আব্দুল্লাহ ফছিয়ার, স্টাফ রিপোর্টার! নড়াইল অক্সিজেন গ্রুপ এর পক্ষ থেকে হুইল চেয়ার উপহার।২১ অগাস্ট২০২১ শনিবার নড়াইলের পংকবিলা গ্রামের এক অসহায় প্রতিবন্ধীর জন্য একটি হুইল চেয়ার প্রদান করেন, নড়াইল অক্সিজেন গ্রুপের সদস্য বৃন্দ। নড়াইল অক্সিজেন গ্রুপ এর এডমিন মানিক সরকার ও অর্নব সাব্বির, জানান আমাদের এই সেবা অসহায় প্রতিবন্ধীদের জন্য চলমান থাকবে, যেমনঃ ১)হুইল চেয়ার ছাড়া […]