‘ডিলিট ফর এভরিওয়ান’ সুবিধার সময় বাড়াচ্ছে হোয়াটসঅ্যাপ
মনের ভুলে অনেক সময় ব্যক্তি ও গ্রুপের বার্তা প্রেরণ করে থাকি। কখনও আবার বার্তা পাঠানোর পর মনে হয়, না পাঠালেই ভালো হতো। বহারকারীদের এ সমস্যা সমাধানে নির্দিষ্ট সময় পরও পাঠানো বার্তা মুছে ফেলার সুযোগ মিলে থাকে হোয়াটসঅ্যাপে। বর্তমানে সময়ে ‘ডিলিট ফর এভরিওয়ান’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে বর্তমানে পাঠানোর ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড […]