২৭ এপ্রিল, ইতিহাসের কথা
২৭ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৭তম (অধিবর্ষে ১১৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৮ দিন বাকি রয়েছে। ঘটনাবলী ১০৬৪ – আল্প আরসালান সেলজুক রাজবংশের সুলতান হন। ১৫২৬- মুঘল সম্রাট বাবর দিল্লির সুলতানকে পরাজিত করেন। ১৫৬৫- ফিলিপাইনে স্পেনের প্রথম উপনিবেশ “সেবু” স্থাপিত হয়। ১৬৬৭- অন্ধ এবং দরিদ্র ইংরেজ কবি জন মিলটন তার প্যারাডাইজ লস্ট কাব্যের […]