কোথায় পাবেন আগুন নেভানোর যন্ত্র?
বর্তমানে আগুন যেন এক আতঙ্কের নাম। বাসা থেকে শুরু করে অফিস, কারখানা যেকোনো ভবনেই লাগতে পারে আগুন। ভবনে আগুন লাগলে তা মোকাবিলা করার জন্য অগ্নিকাণ্ড নির্বাপণ করতে সহজ এবং দ্রুত কার্যকরী মাধ্যম অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়।