অস্তিত্ব সংকটে কোটচাঁদপুরের অগ্রদূত কল্যাণ সমিতি
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ঐতিহ্যবাহি অগ্রদূত কল্যাণ সমিতি কালের বিবর্তনে বেহাল দশায় পরিণত হয়েছে। প্রতিষ্টানটি দেখার কেউ না থাকায় পরিত্যক্ত ঘরের ভেতরে আস্তানা করেছে জীবজন্ত,গজিয়ে উঠেছে লতাপাতা গাছ। ১৯৭৩ সালে সমাজ কল্যাণ অধিদপ্তরের রেজিষ্ট্রেশন ভুক্ত কোটচাঁদপুরে একমাএ ক্লাব অগ্রদূত কল্যাণ সমিতি। প্রথম অস্তায়ীভাবে প্রতিষ্টিত হয় দুধসরা রোডে মাছুদুর রহমান ব্যারো মিয়ার জমিতে। পরবতীর্তে কয়েক […]