ঝাউগড়ায় শামীম চোরের উপদ্রবে অতিষ্ট এলাকাবাসী
মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলার ১০ নং ঝাউগড়া ইউনিয়নে পশ্চিম শেখ সাদী গ্রামে মৃত চাঁন মিয়ার নেশাগ্রস্ত ছেলে শামীমের নেশায় আসক্তি হয়ে মাদব দ্রব্য কেনা- বেচা ও গরু ছাগল, টাকা পয়সা এবং ঘর চোরের উতপাত বেড়ে যাওয়ায় এলাকাবাসী অতিষ্ট ও আতঙ্কিত। কয়েকজনের সাথে কথা বললে তারা জানান- শামীম এমন কোন কাজ নেই […]