নাগরপুরে গরমে অতিষ্ঠ জনজীবন
সোলায়মান,টাংগাইল প্রতিনিধি- সারাদেশব্যপী প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার জনজীবন তীব্র গরমে অতিষ্ঠ। রোদে পুড়ছে প্রকৃতি, বইছে তাপ প্রবাহ, স্বস্তি নেই কোথাও। জনজীবনে কাহিল অবস্থা। দুপুরের রোদে খোলা আকাশের নিচে হাঁটলে গরম বাতাসের হলকায় মুখমন্ডল পুড়ে যাওয়ার উপক্রম। সূর্য এতটাই প্রখর যে, বাইরে বের হলেই মনে হচ্ছে অগ্নিকুন্ড। একটু […]