আমি অঝরে কাঁদছিলাম,মেসি যখন কথা বলছিল
কোপা আমেরিকা জয় লিওনেল মেসির জন্য শিরোপা জয়ের চেয়ে বিশেষ কিছু। কারণ এ শিরোপা দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শিরোপা খরা ঘুচালেন মেসি। এর সঙ্গে অপবাদও ঘুচালেন। আর্জেন্টাইনদের ২৮ বছরের হাহাকার থামালেন। ঐতিহাসিক সেই জয়ে মেসির সতীর্থ ছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলেহান্দ্রো গোমেস। যদিও ফাইনালে মাঠে নামা হয়নি তার। তবে দলের সঙ্গে থাকায় কাছ থেকে সবকিছুর স্বাক্ষী ছিলেন […]