মেম্বারের অনৈতিক কর্মকান্ডে, স্বামী হইতে স্ত্রীর বিচ্ছেদ!
প্রধান সংবাদদাতাঃ মণিরামপুর উপজেলার ১৫ নং কুলটিয়া ইউনিয়নের আড়সিংগাড়ী গ্রামের ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হালিম গাজী(৪০), পিতা -ইনু গাজী দীর্ঘদিন যাবৎ একই ওয়ার্ডের পার্শ্ববর্তী পোড়াডাঙ্গা গ্রামের মোজ্জাফ্ফর গাজীর দুই সন্তানের মা আনজুয়ারা বেগমের সহিত অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিল কিন্তু গত শনিবার ২০.০৩.২১ ইং গভীর রাত্রে আনজুয়ারা বেগমের স্বামী তার স্ত্রীর নিকট কয়েকবার ফোন […]