অন্তর্ধানের বছর পার পপির
ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে আড়ালে চলে যান। আড়ালে যাওয়ার সময় বেশ কয়েকটি সিনেমার কাজ হাতে ছিল। এছাড়া মুক্তি প্রতিক্ষীত অবস্থায় আছে একাধিক সিনেমা। এসব ব্যস্ততার মধ্যেই উধাও পপি। অন্তধার্নের পর থেকে কারও সঙ্গে যোগাযোগও করতে করছেন না তিনি এবং কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। মিডিয়া […]