সবুজ গালিচায় সাদা ও বেগুনি রঙের আলপনা চোখ জুড়ানো অপরূপ দৃশ্যে
সবুজ গালিচার বুকে সাদা ও বেগুনি রঙের আলপনা। দৃষ্টির সীমানাজুড়ে ফুটে আছে অজস্র কচুরি ফুল। চোখ জুড়ানো অপরূপ দৃশ্যে মুগ্ধ না হয়ে যেন উপায় নেই। এ যেন চৈত্রের সেতারে বাজে বসন্ত বাহার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুর কড্ডা এলাকার তুরাগ নদের পাড়ে বিস্তৃত মাঠে চৈত্রের নির্মল নীলাকাশের নিচে এমন নান্দনিক শোভা বিরাজমান। এমন সৌন্দর্য উপভোগ […]