নান্দনিক সৌন্দর্যে ভরপুর ‘আশুরার বিল’
বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জের আশুরার বিল প্রকৃতির একটি অপার দান সৌন্দর্যের লীলাভূমি। আশুরার বিলের মোট আয়তন ৮৫৭ একরেরও বেশি, যার প্রায় ৫৯০ একর পড়েছে নবাবগঞ্জ উপজেলায়, বাকিটা বিরামপুর উপজেলায় মধ্যে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আশুরার বিলকে নিয়ে রয়েছে নানান পৌরাণিক কাহিনী। কথিত কাহিনি গুলোর একটি হলো, অতি প্রাচীনকালে আধিপত্য বিস্তারে লড়াই শুরু হয় দেবতা […]