বাজারে এলো অপোর নতুন স্মার্টফোন
বাজারে নিয়ে এলো আপো’র নতুন স্মার্টফোন। ফোনটির মডেল অপো এ৫৭ই। এতে ফ্ল্যাশ চার্জিং, ডুয়েল স্টেরিও স্পিকার ও ৮জিবি পর্যন্ত র্যাম রয়েছে। জানা গেছে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার ফোনটির বাজার মূল্য হবে ১৪ হাজার রূপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার টাকা। অপো এ৫৭ই ফোনে আরও রয়েছে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে রেজুলেশন […]