রাণীশংকৈলে মাসিক সমন্বয় সভায় অবঃ শিক্ষকদের বিদায় অনুষ্ঠান
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে : ঠাকুগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে (১৮ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে রিসোর্স হলরুমে উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুঞ্জুরুল আলম এর সভাপতিত্বে এ উপজেলার সহোদর,মীরডাংগী,কাদিহাট, রাউৎনগর সহ সকল ক্লাষ্টারের প্রধান শিক্ষকদের সাথে মাসিক সমন্বয় সভায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন,আ: মালেক,আ: হাকিম,আলতাফুর গহর হাবলুর চাকুরী অবসরের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউ আরসি […]