বাংলাদেশী সহ ত্রিশ জন অবৈধ কর্মী আটক
স্থানীয় সময় ২০ মে সকাল ১০.০০ টায় এক অভিজান পরিচালনা করেন সেবেরাং জেলা পুলিশ। মালয়েশিয়া উত্তর সেবেরাং জেলার সহকারী পুলিশ প্রধান নূরজাইনী মোহাম্মদ নূর বলেছেন। একটি নির্মাণ সাইটে অভিজান পরিচালনা করে ৩০ জন অবৈধ শ্রমিকদের আটক করা হয়। গ্রেফতার কৃতদের বয়স ২০ থেকে ৪০ এর মধ্যে। তবে তিনি আরও বিশ্বাস করেন যে আরো প্রায় ৩০ […]