“আঘাত” ওয়েব সিরিজ ভারতে মুক্তি পাচ্ছে
বিনোদন প্রতিবেদক: অস্ট্রেলিয়ায় নির্মিত হয়েছে বাংলা ওয়েব সিরিজ ‘আঘাত’। নির্মাণ করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী জায়েদ রিজওয়ান। সিরিজটিতে অভিনয় করেছেন বাংলাদেশের ইরফান সাজ্জাদ, বিপাশা কবির, দীপালি আক্তার তানিয়া, অস্ট্রেলিয়া প্রবাসী রূপন্তী ও কলকাতার রণজয় বিষ্ণু। ভারতের ওটিটি প্ল্যাটফরম ওয়াচোতে আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে প্রচার শুরু হবে সিরিজটি। মাস পাঁচেক পর দেখা যাবে জি ফাইভেও। পরিচালক রিজওয়ান জানান, […]