অলিম্পিয়া চলচ্চিত্র উৎসবের ইটভাটা কর্মীর সন্তান শ্রেষ্ঠ অভিনেতা !
গ্রিসের মাটিতে শ্রেষ্ঠ অভিনেতার তকমা পেল পশ্চিমবঙ্গের অখ্যাত গ্রামের এক ইটভাটা কর্মীর সন্তান আরিফ শেখ। নয় বছরের আরিফের বাবা পেশায় ইটভাটার কর্মী, মা গৃহবধূ। আরিফের ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার। প্রসূন চট্টোপাধ্যায়ের পরিচালিত ফিল্ম ‘দোস্তজী’-তে অভিনয়ের মাধ্যমে স্বপ্ন পূরণের পথে পাড়ি দিল আরিফ। শিশু অভিনেতা খুঁজতে স্কুলে স্কুলে ঘুরছিলেন পরিচালক। হঠাৎই নয় বছরের একটি ছোট্ট ছেলে […]