পৃথিবীর সবচেয়ে উত্তরের দ্বীপের সন্ধান মিলল
উত্তর মেরুর ভূপ্রকৃতি নিয়ে গবেষণার কাজে ওই অঞ্চলে গিয়েছিলেন ডেনমার্কের কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সেখানে কাজ করার সময় জিপিএস-এর ভুলে তারা একটি দ্বীপে গিয়ে পৌঁছান। গবেষকদের ধারণা ছিল, তারা উদাক দ্বীপে পৌঁছেছেন। এতদিন সেই দ্বীপকে উত্তর মেরুর সবচেয়ে উত্তরের দ্বীপ বলে ধরে নেওয়া হতো। জানা গেছে, আরেকটি ডেনিশ গবেষক দল ওই দ্বীপটি আবিষ্কার করেছিল ১৯৭৮ […]