গ্রন্থমেলায় প্রকাশিত হলো বই আইয়ুব বাচ্চুকে নিয়ে
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো রক আইকন আইয়ুব বাচ্চুকে নিয়ে বই। লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক। নাম ‘স্মৃতিদহন’। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। লেখক তানভীর তারেক বইটিকে বলছেন ‘অবলোকন গদ্য’। বই প্রসঙ্গে তানভীর তারেক বলেন, বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার ২২ বছরের যে পরিচয়-সম্পর্ক, তা গীতিকার-শিল্পী বা সাংবাদিক-শিল্পীর বাইরেও অনেক কিছু। স্মৃতিদহন বইটিতে আমার নেওয়া […]