সান্তাহার রেলওয়ে থানায় ঘর-গাড়ি সংকটে অরক্ষিত লাশ
মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি: ঐতিহ্যবাহী জংশন স্টেশন বগুড়ার সান্তাহার, জনসাধারণের সেবার জন্য এই জংশন স্টেশনে আছে রেলওয়ে থানা। কিন্তু সেই রেলওয়ে থানাটিই আছে নানামুখী সংকটে। থানায় দায়িত্বরত পুলিশদের দৈনন্দিন কার্যক্রম করতে হচ্ছে অনেকটাই কষ্টের মধ্যে। বিশেষ করে উদ্ধারকৃত মরদেহ সংরক্ষণের জন্য লাশঘরের বড়ই অভাব। নেই লাশবাহী গাড়ি এবং লাশ বহনের দায়িত্বে কোনো সরকারি ডোম। ফলে […]