চলচ্চিত্রের স্বর্ণালী যুগের অভিনেত্রী অলিভিয়া কোথায় আছেন
চলচ্চিত্রের স্বর্ণালী যুগের অভিনেত্রী অলিভিয়া কোথায় আছেন, কেমন আছেন- এ নিয়ে তার সহকর্মী থেকে শুরু করে ভক্তরাও উদ্বিগ্ন। তিনি সুস্থভাবে বেঁচে থাকলেও নিজের অবস্থান সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য কাউকে দেন না। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, অলিভিয়া ঢাকাতেই বসবাস করছেন। ‘দি রেইন’খ্যাত নায়িকা অলিভিয়ার চলচ্চিত্র পরিবার কিংবা কোনো সাংবাদিকের সঙ্গে তার যোগাযোগ নেই। যদিও […]