নন্দিত প্রযোজকের অসুস্থতার খবরে হাসপাতালে নায়িকা
ঢাকাই সিনেমার নন্দিত প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি। অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান স্ত্রী ও নন্দিত নায়িকা অঞ্জনা রহমান। নন্দিত এই প্রযোজকের অসুস্থতার খবরটি রাইজিংবিডিকে নিশ্চিত করেন অঞ্জনা রহমান। অঞ্জনা রহমান ফেসবুকে বুলির সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে লিখেন- ‘বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য কিংবদন্তি পর্যটক প্রযোজক ও পরিচালক, বাংলাদেশ […]