আইকনিক লোগো বদলে ফেলার ঘোষণা নোকিয়ার
প্রতিযোগিতার বাজারে নিজেদের টিকিয়ে রাখতে পুরোনো ভাবধারা থেকে এবার বেরিয়ে আসতে চলেছে নোকিয়া। ৬০ বছর পর প্রথমবারের মতো কোম্পানির আইকনিক লোগো বদলে ফেলার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতি রয়েছে, যা থেকে ‘NOKIA’ শব্দটি গঠিত হয়েছে। আগে কোম্পানির লোগোতে শুধু নীল বোল্ড ও জেনেরিক লেটার ছিল। তবে এখন ব্যবহারকারীরা লোগোতে রঙিন আরও চাকচিক্য […]