বিধিবদ্ধ আইনে পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিতকরণঃ
আমাদের গ্রামীণ সংস্কৃতির অন্যতম নিদর্শন ছিল যৌথ পরিবার। দাদা-দাদি, পিতা-মাতা, ভাই-বোন, চাচা–চাচি, তাদের সন্তান-সন্ততি ইত্যাদি সব মিলিয়ে গঠিত হত একটি পরিবার। আধুনিকতার নামে পুঁজিবাদী আগ্রাসনের ফলে এই ব্যবস্থা এখন চিরতরে নিঃশেষ হয়ে যাওয়ার প্রহর গুনছে। শহরের মেকী চাকচিক্যে ঢাকা জঞ্জালেভরা জীবন আমাদের নৈতিক মূল্যবোধ-কে অন্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, দৈনিক পত্রিকা কিংবা টেলিভিশন খুললেই […]