শিশু জুবায়েরকে বাঁচাতে মায়ের আকুতি
রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি: ১৯ মাস বয়সী শিশু জুবায়ের। যে বয়সে হাসি-খুশি কান্নাকাটি, খুনসুঁটিতে মেতে থাকার কথা সেই সময় শিশুটির দিনরাত কাটে কান্নাকাটি করে। জীবনের শুরুর সময় সামান্য এ বয়সে শিশুটিকে একাধিকবার ভর্তি হতে হয়েছে হাসপাতালে। ভোলা জেলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এর দক্ষিণ সাকুচিয়া গ্রামের রিসক্সা চালক রাসেদের ছেলে জুবায়ের […]