দিনে গরম রাতে ঠান্ডা খানসামায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা
জসিম উদ্দিন;খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ প্রকৃতি থেকে শরতের বিদায় হতে না হতেই হেমন্তকে পাশ কাটিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় আগাম বার্তা দিল শীত। শীতের সেই আগমনী বার্তা যেন প্রকৃতিতে এক ভিন্নরকম চাঞ্চল্য আনে। শীত ধীরে ধীরে এগিয়ে আসছে। ফলে মাঝ রাত থেকেই শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যা কিংবা রাতে হালকা গরম অনুভব হলেও মাঝ রাতের দিকে কাঁথামুড়ি দিতে […]