রক্তে ভাসছে আগুনে জলছে প্রিয় চট্টগ্রাম সিতাকুন্ড
ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: ডিপোর বিস্ফোরণ হার মানালো সিনেমার দৃশ্যকেও বিস্ফোরণের বিকটশব্দ শোনা গেছে ৪ কিলোমিটার দূরেও ৪শ’র মত কন্টেইনার পুড়ছে যার আর্থিক মূল্য শত কোটি টাকা উপরে বলে ধারণা করা হয়েছে।পুলিশ, ফায়ার সার্ভিস সূত্র ও স্থানীয় বাসিন্দারা ঘটনার ভয়াবহতার এমনই বিবরণ দিয়েছেন। সীতাকুণ্ড সোনাইছড়ি ইউনিয়নে বিএম কেমিক্যাল ডিপুতে শনিবার (২৪এপ্রিল) দিবাগত রাত ১০টার […]