আত্রাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ আত্রাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার,সাহেবগঞ্জকাঁচাবাজার,স্টেশনবাজার,আত্রাই সাবরেজিষ্ট্রীবাজার(নতুনবাজার)শেখগাটেনশপিংমল,আত্রাই টোলমূক্ত মাছ বাজারসহ বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার, এবং মাস্ক বিতরণ করা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণের ক্ষেত্রে ভ্যানচালক, ব্যাটারী চালিত অটো রিস্কাচালক,গন পরিবহনের চালক ও চালকদের সহকারীদেরবেশি প্রাধান্য দেওয়া হয়।উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন বলেন, উপজেলা প্রসাশনের প্রদানকৃত ও আমাদের […]