‘আদর্শ ছেলে’ লেখক- রাশেদুল ইসলাম
আদর্শ ছেলে রাশেদুল ইসলাম প্রার্থনা করি বিধাতা তোমায় আদর্শ ছেলে দাও, ভয়কে যে করিবে জয় সাতরিয়ে আনিবে নায়োও। যুদ্ধ মাঠে জীবন দিতে করিবেনা কোন দ্বিধা, হাজারো দুশমন শেষ করোনই হইবে তাদের খিদা। উঠিবে সাফল্যের জয় জয়কার পরাজয় ছাড়িবে দুনিয়া, শান্তি সুখে মানুষ রবে জোসনা আনিবে কাড়িয়া। বুকটা রবে টানটান শির রহিবে উচু, মানবের জন্য করিবে […]