জয়ে ফিরল বার্সেলোনা
প্রায় এক বছর পর শুরুর একাদশে ফিরে আলো ছড়ালেন আনসু ফাতি। নিজে করলেন চমৎকার একটি গোল, আদায় করে নিলেন পেনাল্টি। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভালেন্সিয়াকে হারাল বার্সেলোনা। কাম্প নউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে রোনাল্ড কুমানের দল। হোসে গায়ার গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরান ফাতি। মেমফিস ডিপাই স্বাগতিকদের এগিয়ে […]