দক্ষিণ আফ্রিকায় এবার কাঁচাবাদামের গায়ক ভাইরাল
কাঁচা বাদাম গানটি এবার পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকায়! জনপ্রিয় আফ্রিকান সংগীত পরিচালক ডেভিড স্কট ওরফে ‘দ্য কিফনেস’ তৈরি করলেন ‘কাঁচা বাদামে’র গানের রিমিক্স। বীরভূমের বাদাম বিক্রেতা ও গায়ক ভুবন বাদ্যকরের গানে ঢুকে পড়ল পাশ্চাত্য গানের সুর। এ ফিউশনই এখন সামাজিক মাধ্যমে হইচই ফেলে দিয়েছে। ইনস্টাগ্রামে কাঁচা বাদাম গানের রিমিক্স পোস্ট করে ডেভিড লিখলেন, ‘ভুবন বাদ্যকরের […]