বাপ্পি লাহিড়ির আবদারে ২টি গান লিখে দিয়েছিলাম : মমতা বন্দ্যোপাধ্যায়
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘লতা মঙ্গেশকরও হারিয়ে গেলেন। বাপ্পি লাহিড়ি মন কেড়েছিলেন। তার গানগুলো আজকের ছেলে-মেয়েদের মধ্যেও জনপ্রিয়। তিনি ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’র মতো গানও গেয়েছেন। আমার সঙ্গে বাপ্পিদার দেখা হলে বলতেন, মমতা আমাকে দু’টো গান লিখে দিও। আমি গাইব। গান লিখেও দিয়েছিলাম। কোনো কারণে হয়তো সময় পাননি, তার গেয়ে […]