ভোলার চরফ্যাশনে পরিত্যক্ত চরে রসাল তরমুজ চাষ
মিঠাপানি আর পলিমাটির অঞ্চল ভোলার চরফ্যাশন। উপকূলীয় এ এলাকায় শুষ্ক মৌসুমে হাজার হাজার হেক্টর জমিতে আবাদ করা হয় বাঙ্গি ও রসাল ফল তরমুজ। এ বছর এ উপজেলায় আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে তরমুজ ও বাঙ্গির। আর এই তরমুজ সড়ক ও নৌপথে রফতানি করা হচ্ছে— ঢাকা, চট্টগ্রাম ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলায়। বাম্পার ফলনে চাষিরাও […]