কংক্রিটের থাবায় নিভে যাচ্ছে ফসলী জমির প্রান
তাসনুবা ইসলাম মীম,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ ‘ধান-নদী-খাল এই তিনে বরিশাল’। হয়তো এমন প্রবাদ বাক্য বেঁচে রবে যুগের পর যুগ। তবে বেঁচে থাকবে না ফসলি জমির মাঠ। বরগুনা জেলার হাজার হাজার একর ধান চাষের উপযোগী ফসলি জমি কংক্রিটের দালানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। ফলে হারিয়ে যাচ্ছে ফসলি জমির মাঠ। এতে চাষ উপযোগী জমি দিনের পর দিন সংকীর্ণ হয়ে […]