জাম্বিয়ায় আবিষ্কার হয়েছে এক কেজি ৫০৫ গ্রামের পান্না
জাম্বিয়ায় আবিষ্কার হয়েছে এক কেজি ৫০৫ গ্রামের পান্না! রিচার্ড কাপেটার সঙ্গে ভারতের মানস বন্দ্যোপাধ্যায় এ বিশালাকার আনকাট পান্না উদ্ধার করেছেন। এটিকে বিশ্বের সবচেয়ে বড় পান্না হিসেবে স্বীকৃতি দিতে গিনেস বুক অব ওয়ার্ল্ডস কর্তপক্ষের কাছে সম্প্রতি আবেদন করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। জিডব্লিউআরের ব্লগে লেখা হয়েছে— এই আনকাট পান্না উদ্ধার হয়েছে ২০২১ সালে। জাম্বিয়ার কপারবেল্ট প্রভিন্সে […]