‘বিনা পয়সার বুফে’পথকলিদের জন্য
অসহায় ও অবহেলিত বাচ্চাদের মুখে একবেলা ভালো খাবার তুলে দিতে আয়োজন করেছে ‘বিনা পয়সার বুফে’। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছবিঘর’র তরুণ শিক্ষার্থীরা তাদের নিজেদের জমানো টাকা দিয়ে এই বুফে’র আয়োজন করে।শনিবার (২২ জানুয়ারি) ছবিঘরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারের ব্যাংক টাউন-পুলিশ লাইন এলাকার অসহায় বস্তিবাসী পথকলিদের (পথশিশু) মুখে একবেলা ভালো খাবার তুলে দেন সংগঠনের সদস্যরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে অবহেলিত শিশু-কিশোরদের […]