বাংলাদেশ আরব আমিরাতের ‘সবুজ তালিকায়’ নেই
সারা বিশ্বের ৭১টি দেশকে অর্ন্তভুক্ত করে হালনাগাদ ‘সবুজ তালিকা’ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শনিবার (১ জানুয়ারি) ইউএই’র রাজধানী আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ (ডিসিটি আবুধাবি) হালনাগাদ এই তালিকা প্রকাশ করে। তালিকায় সিরিয়ার মতো দেশ স্থান পেলেও নেই বাংলাদেশের নাম। হালনাগাদ এই তালিকায় থাকা সব দেশের যাত্রীদের জন্য চলমান করোনাভাইরাস মহামারির সময়ে আমিরাত ভ্রমণের […]