আমেরিকায় ভিসার লটারি ভুয়া, তিনজন কারাগারে
কথিত লটারির আয়োজকেরা এখন কারাগারে। প্রতারণার অভিযোগে পুলিশ গ্রেপ্তারের পর রিমান্ড শেষে শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। ডিভি লটারির মতোই ‘ইউএসএ লটারি’ ফরম ছেড়েছিল ‘ইউএসএ ট্যুর ফেয়ার’ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিটি আবেদনের জন্য ফি হিসেবে নেয়া হয়েছে ২ হাজার ১০০ টাকা। অনলাইনে প্রতিষ্ঠানের চালানো প্রচার অনুযায়ী, ৩০ এপ্রিল লটারির মাধ্যমে বিজয়ী ১০০ জনকে বেছে নেয়ার […]