মাদ্রিদ ওপেন ফাইনালের শিরোপা আলকারাজের হাতে
মাদ্রিদ ওপেন ফাইনালের শিরোপা উঠলো স্পেনের কিশোর কার্লোস আলকারাজের হাতে। ১ ঘণ্টা ৪ মিনিটের ফাইনাল ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলেক্সান্ডার জেভেরেভকে হারিয়েছেন তিনি। ১৯ বছর বছর বয়সী আলকারাজ এর আগের দুই ম্যাচে হারিয়ে দিয়েছিলেন দুই টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচকে। গতকাল তিনি জার্মান টেনিস তারকা জেভেরেভকে ৬-৩ ৬-১ সেটে হারিয়েছেন। এ বছর এটি আলকারাজের […]