আলফাডঙ্গায় স্বণালংকার, টাকা ও আসবাব পত্র লুটপাট
তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশক্রতার জের ধরে বাড়ি ঘর ভাঙচুর স্বণালংকার টাকা আসবাব পত্র লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (১১.০৭.২২) সকালে পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের ৫টা বাড়ি ভাঙচুর লুটপাট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে ২০ লাখ টাকার ক্ষতি করেছে দূবৃত্তরা । সরেজমিনে গিয়ে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আলতাব শেখ সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুর […]