‘আশার ভালবাসা’
আশা সকালে ফোন দিয়ে বলেছিল আমি যেন চারটার মধ্যে হাদিসপার্কে তার সাথে দেখা করি। এখন বাজে সাড়ে চারটা। যতটা সম্ভব দ্রুত হাটতেছি।মানিব্যাগে একটি টাকাও নেই। জাদুঘরে রাখার দরকার ছিল এমন একটি পয়সা আমার মানিব্যাগে ছিল। ১৯৭৪সালের এক পয়সা। সেটাও চারদিন আগে হারিয়েফেলেছি। তাই আর সেই খালি মানিব্যাগের বুঝা বইতে ইচ্ছে করেনি। বাসায় রেখে এসেছি। . […]